Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ-ইউআরসি

সাম্প্রতিক বছরের  প্রধান অর্জন:

 

মানসম্মত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ। সে প্রেক্ষিতে মাঠ পর্যায়ের কার্যালয় হিসেবে উপজেলা রিসোর্স সেন্টার, সীতাকুণ্ড, চট্টগ্রাম তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে উপজেলা রিসোর্স সেন্টার, সীতাকুণ্ড, চট্টগ্রাম কোভিড-১৯ এর কারণে কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছেন। গত ২০২০-২১খ্রি. অর্থ বছর নবনিয়োগ প্রাপ্ত ২৫ জন শিক্ষককে অনলাইনের মাধ্যমে ইন্ডাকশন প্রশিক্ষণ প্রদান করেছেন। এছাড়া ৫৭ জন বিষয়ভিত্তিক প্রশিক্ষকবৃন্দকে ডিজিটাল কনটেন্ট দিয়ে প্রশিক্ষণ পরিচালনার জন্য অনলাইন ও অপলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছেন। বার্ষিক পাঠ পরিকল্পনা বিষয়ে মোট ৬৩০ জন শিক্ষককে অনলাইন মাধ্যেমে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকার দরুন অনলাইনে শ্রেণি কার্যক্রম অব্যাহতরাখার জন্য ০৩ (তিন) ব্যাচে মোট ১২০ জন শিক্ষককে অনলাইনে Google meet সম্পর্কে অবহিতকরণ সভা পরিচালনা করা হয়েছে। অত্র কার্যালয় বিগত দুই অর্থবছর তথা ২০১৮-১৯খ্রি. ও ২০১৯-২০খ্রি. অর্থবছর সাফল্যের সাথে ৭২ জন প্রধান শিক্ষককে লিডারশীপ প্রশিক্ষণ, ২৫ জন শিক্ষককে একাডেমিক তত্ত্বাবধান, ১৩৪ জন শিক্ষককে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ, ৫০ জন শিক্ষককে ইন্ডাকশন প্রশিক্ষণ, ৬০ জন শিক্ষককে টিএসএন প্রশিক্ষণ, ৬৩০ জন শিক্ষককে যোগ্যতাভিত্তিক অভীক্ষাপদ প্রনয়ন ও মার্কিং স্কিম প্রশিক্ষণ এবং ৬০০ জন শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছেন। এ ছাড়াও ১৩৫টি বিদ্যালয় পরিদর্শন, ১৭টি সাব-ক্লাস্টার পরিদর্শন এবং ০৬টি চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট প্রণয়ন করেছেন। প্রাথমিক শিক্ষার সার্বিক দায়িত্ব সাংবিধানিকভাবে রাষ্ট্রের উপর এবং তা বিবেচনায় প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিকভাবে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে।