Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

স্থান

মাধ্যম

উপায়

ঢাকা থেকে

বাস

  • ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যে কোন বাসের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলায় আসা যায়। কারণ সীতাকুণ্ড উপজেলা পরিষদ ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পার্শ্বে অবস্থিত। এ উপজেলাটি ফেনী ও চট্টগ্রাম জেলার মাঝামাঝি অবস্থিত। ফেনী জেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পুর্বে এটির অবস্থান। সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে মাত্র ৫ মিনিটে পায়ে হেটে অথবা উপজেলা পরিষদের গেইটে নেমে রিক্সা যোগে কলেজ রোড হয়ে পূর্বে দিকে আসলে সীতাকুণ্ড মডেল হাই স্কুল মোড়। এ মোড়ে হাতের ডান পার্শ্বে ইউআরসি অবস্থিত। এ কার্যালয়টি স্থানের অভাবে সীতাকুণ্ড উন্নয়ন মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২নং ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে।

 

  • বাসের নাম: ঢাকা হতে চট্টগ্রামগামী এসি, নন-এসি বাসের মধ্যে আছে বিআরটিসি, সিল্কলাইন, বাগদাদ এক্সপ্রেস, দেশ ট্রাভেলস (01705- 430566), তুবা লাইন (01876-005687), সোহাগ পরিবহণ (01926-699367), গ্রীন লাইন (0447-8660011), এনা (01760-737650), ইউনিক (01963-622236), শ্যামলী পরিবহন (02-7541336, 02-7541336), ইয়ার ৭১ (01917-078807), টি আর ট্রভেলস (02-8031189), ঈগল পরিবহন (01793- ...), হানিফ পরিবহন, সিডিএম, সৌদিয়া, এস আলম প্রভৃতি।

রেলগাড়ী

  • সীতাকুণ্ডে আসতে চাইলে আপনি রেলগাড়ীতে করেও আসতে পারবেন। এখানে চন্দ্রনাথ ধামে যাবার যে রাস্তা অর্থাৎ কলেজ রোড এর পার্শ্বে একটি রেল স্টেশন রয়েছে। স্টেশন থেকে মাত্র ৭ মিনিটে রিক্স যোগে অথবা পায়ে হেঁটে ইউআরসিতে আসতে পারবেন।
  • ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলষ্টেশন হতে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং মহানগর গোধূলী ট্রেনে যাত্রা করতে পারেন। এই আন্তঃনগর ট্রেনগুলো এছাড়াও ঢাকা হতে চট্টগ্রামগামী বেশকিছু মেইল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে। এখানে মনে রাখতে হবে যে রেলগাড়ী সীতাকুণ্ড স্টেশনে যাত্রাবিরতি করবে সেগুলোতে উঠতে হবে।

বিমান

  • ঢাকা থেকে সীতাকুণ্ডে বিমানে আসতে চাইলে প্রথমে চট্টগ্রাম চলে যেতে হবে। পরবর্তীতে বাস অথবা রেলে করে সীতাকুণ্ডে আসবে পারবেন আপনি। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে বিমানে ৫০মিনিট সময় লাগবে।
  • বিমান বাংলাদেশ, নভোএয়ার, রিজেন্ট, ইউএস বাংলা প্রভৃতি এয়ারলাইন্স ব্যবহার করতে পারবেন।

চট্টগ্রাম থেকে

বাস

  • উত্তরা, চয়েস, স্টারলাইন, শাহী, জোনাকী, নোয়াখালী পরিবহন, রেসেলাহ, গ্রাম বাংলা, সোনার বাংলা, ত্রিশা পরিবহন প্রভৃতি বাস যোগে সীতাকুণ্ড বাস স্টেশন নামতে হবে।

রেলগাড়ী

  • চট্টগ্রাম থেকে লোকাল ট্রেনে সীতাকুণ্ড খুব সহজে আসা যায়।