Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে-ইউআরসি

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)

প্রাথমিক শিক্ষার গুণগত মান-উন্নয়নের জন্য নব্বই-এর দশকে (১৯৯৭-২০০০) যে সব নতুন কর্মসূচি গৃহীত হয় তার মধ্যে অন্যতম প্রতিটি উপজেলা ও থানায় একটি করে উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টআরসি) স্থাপন। প্রাথমিক বিদ্যালয় সমূহে শিখন শেখানো কার্যক্রমের গুণগতমান বৃদ্ধিকরণ, বিভিন্ন ধরণের শিখন শেখানো উপকরণ ও প্রশিক্ষণকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে ইউআরসি/টআরসি স্থাপন করা হয়। পিটিআই কেন্দ্রিক সি-ইন-এড/ডিপিএড সমাপ্তির পর প্রাথমিক শিক্ষকদের স্থানীয় পর্যায়ে আর কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল না। অথচ শিক্ষণ কাজ একটি জীবনব্যাপী সাধনা ও অনুশীলনের কাজ। শিক্ষকদের এ অব্যাহত প্রশিক্ষণ-সুযোগ সৃষ্টির জন্য ইউআরসি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। আইডিয়াল ও নোরাড প্রকল্পের আওতায় প্রথমত ৪৮১টি ইউআরসি/টআরসি স্থাপন করা হয়। নতুন উপজেলারগুলোসহ বর্তমানে মোট ৫০৩ অফিস স্থাপিত হয়েছে। পরবর্তীতে ২০০৫খ্রি. সালে জনবলসহ প্রতিষ্ঠানটিকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের জন্য বেসিক-ইন-সার্ভিস, বিষয়ভিত্তিক (বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, সঙ্গীত, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা) প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন, একীভূত শিক্ষা, শিক্ষাক্রম বিস্তরণ, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের জন্য প্রারম্ভিক প্রশিক্ষণ, প্রাক-প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ, আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ, সুস্বাস্থ্যে সুশিক্ষা, শিখবে প্রতিটি শিশু, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ, বহুমুখী শিখন শেখানো পদ্ধতি ও কৌশল এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা করে আসছে।