Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities-urc

সাম্প্রতিক কর্মকাণ্ড

 

গত ২০২০-২১খ্রি. অর্থ বছর নবনিয়োগ প্রাপ্ত ২৫ জন শিক্ষককে অনলাইনের মাধ্যমে ইন্ডাকশন প্রশিক্ষণ প্রদান করেছেন। এছাড়া ৫৭ জন বিষয়ভিত্তিক প্রশিক্ষকবৃন্দকে ডিজিটাল কনটেন্ট দিয়ে প্রশিক্ষণ পরিচালনার জন্য অনলাইন ও অপলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছেন। বার্ষিক পাঠ পরিকল্পনা বিষয়ে মোট ৬৩০ জন শিক্ষককে অনলাইন মাধ্যেমে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকার দরুন অনলাইনে শ্রেণি কার্যক্রম অব্যাহত  রাখার জন্য ০৩ (তিন) ব্যাচে মোট ১২২ জন শিক্ষককে অনলাইনে Google meet সম্পর্কে অবহিতকরণ সভা পরিচালনা করা হয়েছে। গত ২৬-২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে Accelerated Remedial Learning Plan 2021(ARLP) বাস্তবায়ন সম্পর্কিত অনলাইন মিটিং এ অংশগ্রহণ করে ৭টি ব্যাচে মোট ৬৭২ জন শিক্ষককে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। বর্তমানে বিদ্যালয় পুনরায় চালু হওয়ায় বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে।